ইংরেজ বাজার

গরু খেলাকে কেন্দ্র করে দুই প্রতিবেশীর বিবাদ

 

কালীপুজো উপলক্ষে এলাকায় চলছিল গরু খেলা। আর এই খেলাকে কেন্দ্র করে বিবাদে জড়াল দুই প্রতিবেশী। এর জেরেই একই পরিবারের এক মহিলা সহ মোট চারজনকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে খুনের চেষ্টার অভিযোগ উঠল প্রতিবেশীদের বিরুদ্ধে। ঘটনায় আক্রান্তরা চিকিৎসাধীন মালদা মেডিকেল কলেজ হাসপাতালে। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে শনিবার সকালে মালদা জেলার ইংরেজ বাজার থানার অন্তর্গত ব্যাসপুর এলাকায়।

    জানা যায়, আক্রান্তরা হলেন ভোলা ঘোষ, মঙ্গল ঘোষ, বিশাল ঘোষ ও শেফালী ঘোষ। অভিযুক্তরা হল রাম ঘোষ, মহাদেব ঘোষ, ঠাকুর ঘোষ সহ বেশ কয়েকজন। স্থানীয় পুলিশ সূত্রে জানা গেছে, প্রত্যেক বছরের ন্যায় এই বছরও কালী পুজো উপলক্ষে শুক্রবার গরু নিয়ে খেলা হয় ব্যাসপুরে। আক্রান্তদের অভিযোগ খেলা নিয়ে বিবাদ শুরু হয় অভিযুক্তদের। এরপর খেলা হওয়ার পর থেকেই তাদের ওপর অভিযুক্তরা তাদেরকে মারার চেষ্টা করছিল। কিন্তু পেরে ওঠেনি। এরপর এলাকার বেশ কিছু দুষ্কৃতী ও বাইরে থেকে কিছু দুষ্কৃতীদেরকে ভাড়া করে নিয়ে যায় বলে অভিযোগ। রাতের আলো শেষ হতেই শনিবার সকালে দুষ্কৃতীরা বাড়িতে ঢুকে তাদেরকে হামলা করে। শুরু হয় ধারালো অস্ত্র দিয়ে আঘাত। ধারালো অস্ত্রের আঘাতে একই পরিবারের চারজন আক্রান্ত হন। এরপর দুষ্কৃতীরা সেখান থেকে পালিয়ে যায় বলে অভিযোগ। তড়িঘড়ি উদ্ধার করে চারজনকে নিয়ে আসে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে। খবর দিয়ে ঘটনাস্থলে পৌঁছায় ইংরেজ বাজার থানার পুলিশ। শুধু গরু খেলা নিয়ে গন্ডগোল না এর পেছনে অন্য কোন কারণও রয়েছে তার তদন্ত শুরু করেছে পুলিশ।